![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-07%252Fb7b2064e-9571-4ab9-81f1-61064b0ec4c3%252Frizwan_and_shahzad.jpg%3Frect%3D0%252C0%252C4047%252C2698%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
ধর্মকে ব্যবহার করে বাজে পারফরম্যান্স ঢাকতে চান রিজওয়ানরা, অভিযোগ শেহজাদের
প্রথম আলো
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৪, ১৯:৪৩
ধর্মকে ব্যবহার করে মোহাম্মদ রিজওয়ানের মতো পাকিস্তান ক্রিকেটাররা তাঁদের বাজে পারফরম্যান্সকে ঢাকার চেষ্টা করছেন, এমন অভিযোগ তুলেছেন আহমেদ শেহজাদ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের পারফরম্যান্স প্রসঙ্গে রিজওয়ানের বলা একটি কথার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে। তাতে রিজওয়ান বলেছেন, ‘আমার মনে হয় প্রত্যেক মানুষ দুটি জিনিসের শুভেচ্ছাদূত। যদি সে মুসলিম হয়ে থাকে, তাহলে বিশ্বের যেখানেই যাক না কেন, সে ইসলামের প্রতিনিধিত্ব করে। দ্বিতীয়ত, সে পাকিস্তানের শুভেচ্ছাদূত। লোকে কী বলল, আমাদের তাতে কিছু যায় আসে না।’
- ট্যাগ:
- খেলা
- ধর্ম
- পারফরম্যান্স
- আহমেদ শেহজাদ