![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-07%252Ff73b57e4-8c8c-404f-8566-0a5e8b703616%252FGaza_Strip.jpg%3Frect%3D24%252C0%252C5453%252C3635%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.8)
যুদ্ধবিরতি নিয়ে হামাসের নতুন ভাবনা ‘মূল্যায়ন’ করছে ইসরায়েল
প্রথম আলো
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৪, ১৬:৩৮
গাজা উপত্যকায় প্রায় ৯ মাস ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের অবসানে হামাসের নতুন ভাবনা ‘মূল্যায়ন’ করে দেখার কথা জানিয়েছে ইসরায়েল। গতকাল বুধবার কাতারের মধ্যস্থতাকারীদের কাছে নতুন এ ভাবনার কথা জানায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি।
ইসরায়েল বলেছে, গাজা থেকে তাদের জিম্মিদের ফিরিয়ে আনার একটি প্রস্তাবের ওপর হামাস যেসব ‘মন্তব্য’ করেছে, তারা সেগুলো মূল্যায়ন করে দেখছে এবং এ কাজ শেষে জবাব দেওয়া হবে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মূল্যায়ন
- যুদ্ধবিরতি
- হামাস