কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ল্যাপটপ বেশি কিনছেন ক্রেতারা

প্রথম আলো প্রকাশিত: ০৪ জুলাই ২০২৪, ১২:২৯

চলতি সপ্তাহে রাজধানীর প্রযুক্তিপণ্যের বাজারে ডেস্কটপ কম্পিউটারের তুলনায় ল্যাপটপের চাহিদা বেড়েছে। একাধিক বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, ক্রেতারা ল্যাপটপ বেশি কিনছেন। গ্রাফিকস কার্ডের সরবরাহ কম থাকলেও প্রায় সব ধরনের প্রযুক্তিপণ্যের দাম আগের মতোই রয়েছে। ঢাকার একাধিক কম্পিউটার বাজার ঘুরে কম্পিউটারের যন্ত্রাংশের দাম সংগ্রহ করা হয়েছে।


প্রসেসর


ইন্টেল: কোর আই–৯ ৬.০০ গিগাহার্টজ (গি.হা.) ১৪ প্রজন্ম ৭২ হাজার টাকা, কোর আই–৯ ৫.৮০ গি.হা. ১৩ প্রজন্ম ৬৭ হাজার ৫০০ টাকা, কোর আই–৭ ৫.৬০ গি.হা. ১৪ প্রজন্ম ৪৮ হাজার ৫০০ টাকা, কোর আই–৭ ৫.৪০ গি.হা. ১৩ প্রজন্ম ৪৩ হাজার টাকা, কোর আই–৫ (৫.৩০ গি.হা.) ১৪ প্রজন্ম ৩৮ হাজার টাকা, কোর আই–৫ (৪.৬০ গি.হা.) ১৩ প্রজন্ম ২৪ হাজার ৮০০ টাকা এবং কোর আই–৩ (৪.৫০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৩ হাজার ৫০০ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও