আপনার সঙ্গী কি মাইক্রোচিটিং করছেআপনার সঙ্গী কি মাইক্রোচিটিং করছে
অন্তর্জালের দুনিয়ায় ভাইরাল একটা রিলে দেখা যায়, একজন নারী অনেক টাকা দিয়ে কানের দুল কিনেছেন। এ বিষয়ে তাঁর সঙ্গে কথা বলতে এসেছেন তাঁর জীবনসঙ্গী। জানতে চাইছেন, এত টাকা খরচ করে এই দুলটা কেন কিনতে হলো? জবাবে স্ত্রী বলছেন, ‘সেদিন দেখলাম, তুমি একটা মেয়ের ছবির নিচে “লাভ” রিঅ্যাক্ট দিয়েছ। ওই মেয়েটার পরনে প্রায় কোনো পোশাক ছিল না। তবে কানে এই দুলটা ছিল। তোমার নিশ্চয়ই দুলটা অনেক পছন্দ। তাই টাকার কথা না ভেবে কিনে ফেললাম।’ তখন স্বামী আর কোনো কথা বলেন না! কেবল মাথা ঝাঁকান (অর্থাৎ ‘আসলেই’ দুলটা তাঁর পছন্দ)।
অনলাইনভিত্তিক আধুনিক সম্পর্কে নতুন একটি টার্ম ‘মাইক্রোচিটিং’। একটি প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে থেকে যেকোনো একজনের এমন সব কর্মকাণ্ড যেটাকে আপনি সমস্যা হিসেবে দেখতেও পারেন, আবার অগ্রাহ্যও করতে পারেন। আবার এমন সব ‘নির্দোষ’ আচরণ থেকেও তৈরি হতে পারে ‘সিরিয়াস’ জটিলতা। যার পরিণতি দাম্পত্য কলহ থেকে শুরু করে বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে।