দুই দশক আগে মহাকাশে কোনো যান পাঠানো হলে তা রীতিমতো গণমাধ্যমের প্রধান শিরোনাম হিসেবে আলোড়ন তুলত। এখন মহাকাশে যান উৎক্ষেপণ বেশ নিয়মিত ঘটনা বানিয়ে ফেলেছে বিভিন্ন প্রতিষ্ঠান। সেই তালিকায় সবার শীর্ষে রয়েছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্পেসএক্স। বছরে ১২০ বার স্টারশিপ রকেট উৎক্ষেপণ করতে চায় প্রতিষ্ঠানটি।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চপ্যাড ব্যবহার করে ফ্যালকন ৯সহ বিভিন্ন রকেট উৎক্ষেপণ করে থাকে স্পেসএক্স। এ বছর কেনেডি স্পেস সেন্টার থেকে ৪৪ বার স্টারশিপ রকেট উৎক্ষেপণের পাশাপাশি নতুন আরেকটি লঞ্চপ্যাড থেকে বছরে ৭৬ বারের মতো রকেট উৎক্ষেপণের উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি। এর ফলে নতুন-পুরোনো লঞ্চপ্যাডগুলো থেকে বছরে ১২০ বারের মতো রকেট উৎক্ষেপণ করতে চায় স্পেসএক্স।
You have reached your daily news limit
Please log in to continue
রকেট উৎক্ষেপণে সেঞ্চুরি করতে চায় স্পেসএক্স
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন