![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-07%252F1082f0b9-c65e-45d6-8f1d-16c8c8a821ab%252FWhatsApp_Image_2023_06_16_at_7_07_02_PM.jpeg%3Frect%3D12%252C0%252C878%252C585%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.8)
জিমিদের না নিয়েই তাইওয়ানে যাচ্ছে হকি দল
প্রথম আলো
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৪, ২০:১১
তাইওয়ানে ৮ জাতি টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ পেয়ে জাতীয় দল পাঠানোর তোড়জোড় শুরু করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। ২৫ থেকে ৩১ জুলাই অনুষ্ঠেয় আমন্ত্রণমূলক তাইওয়ান আন্তর্জাতিক পুরুষ হকি টুর্নামেন্টে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, জাপান, শ্রীলঙ্কা ও স্বাগতিক তাইওয়ানের সঙ্গে বাংলাদেশের খেলাও মোটামুটি নিশ্চিত বলে জানিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন।
দল গঠনের জন্য প্রাথমিক খেলোয়াড় নির্বাচনও হয়ে গেছে। হকি ফেডারেশনের অবশ্য কোনো নির্বাচক কমিটি নেই। ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক জানিয়েছেন, যুগ্ম সম্পাদক মাহবুব এহছান, সদস্য খাজা তাহের লতিফ ও মাহবু্ব হারুণ এবং তিনি নিজে অন্তবর্তীকালীন নির্বাচক কমিটির সদস্য। সাধারণ সম্পাদক জানিয়েছেন, ঘরোয়া হকিতে বিভিন্ন মেয়াদে শাস্তিপ্রাপ্ত রাসেল মাহমুদ জিমি, পুস্কর খীসা মিমো ও নাইমউদ্দিন থাকছেন না প্রাথমিক দলে।