নির্বাচন কমিশনের মামলায় খালাস পেলেন ইমরান খান
                        
                            যুগান্তর
                        
                        
                        
                         প্রকাশিত: ০৩ জুলাই ২০২৪, ১৬:৩৩
                        
                    
                আরও একটি মামলায় বেকসুর খালাস পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ করায় দায়ের করা মামলায় বুধবার তাদের খালাস দিয়েছেন ইসলামাবাদের একটি দায়রা জজ আদালত।
জিও নিউজের খবরে বলা হয়েছে, ইমরান খান, পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিসহ বেশ কয়েক জনের বিরুদ্ধে ২০২২ সালে এই মামলা দায়ের করা হয়েছিল। সে সময় ইমরান খানের বিরুদ্ধে দেশটির নির্বাচন কমিশন তোশাখানা মামলা দায়ের করলে সেটির প্রতিবাদে বিক্ষোভ করেন ইমরান খানসহ অন্যান্যরা। সেই বিষয়েই স্থানীয় আপবাড়া পুলিশ স্টেশনে মামলা দায়ের করেছিল নির্বাচন কমিশন।
- ট্যাগ:
 - আন্তর্জাতিক
 - মামলা
 - জামিন
 - নির্বাচন কমিশন