You have reached your daily news limit

Please log in to continue


থিম পার্কের ভিতর হাজির সত্যিকারের ভালুক! মুখোমুখি পড়তেই বেকায়দায় যুবতী

অ্যাডভেঞ্চার পার্কে যদি সত্যিকারের অ্যাডভেঞ্চার ঘটে যায়, তাহলে কেমন হবে? সম্প্রতি পর্যটকদের সঙ্গে এমনই ঘটনা ঘটে গিয়েছে আমেরিকার 'অ্যানাকুইস্তা মাউন্টেনটপ অ্যাডভেঞ্চার পার্ক' -এ। একটি কালো ভালুক ঢুকে পড়েছিল ওই অ্যাডভেঞ্চার পার্কে। এমনকি এক মহিলা কর্মচারীর ওপর আক্রমণ করে বসে ওই ভালুক। তারপর যা ঘটল তা কল্পনাও করতে পারবে না।

সোশ্যাল মিডিয়া জুড়ে ক্রমশ ভাইরাল হচ্ছে এই ঘটনার ভিডিয়ো। 27 জুন 2024 তারিখ রাত সাড়ে 9টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। 'এবিসি নিউজ' নামের 'ইনস্টাগ্রাম' হ্যান্ডেল থেকে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োতে একটি ভালুককে একটি কেবিনের কাউন্টারের কাছে দাঁড়িয়ে আইসক্রিম ও চিপস ধরতে দেখা যায়। আর তার ঠিক সামনে উপস্থিত রয়েছে মানুষজন, যারা ভালুকের দিকে তাকিয়ে আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন