১০২ তম জন্মদিনে মোমবাতিতে সজোরে ফুঁ বৃদ্ধার, ঘটে গেল বড় কাণ্ড! দেখুন ভিডিয়ো

eisamay.com প্রকাশিত: ০২ জুলাই ২০২৪, ২০:৪১

আমাদের মনে দাদু-দিদা, ঠাম্মাদের যেন আলাদাই জায়গা রয়েছে। মনের অনেকটা জায়গা জুড়ে থাকেন তাঁরা। নাতি-নাতনিরাও তাঁদের কাছে খুব স্পেশ্যাল হয়। আর সেজন্যই আমরা তাঁদের কাছে সমস্ত বায়না নিয়ে হাজির হয়ে যাই। তাঁদের আমরা খুব নিরাপদ আশ্রয় বলেই মনে করি। আর যাঁদের সঙ্গে এখনও দাদু-দিদা এবং ঠাম্মা-দাদু থাকেন, তাঁরা সত্যিই খুব ভাগ্যবান। আর তাঁদের ১০২ তম জন্মদিন উদযাপন করা তো আরও বড় ভাগ্যের বিষয়। এইবার এমনই এক সুন্দর মুহূর্তের ছবি দেখা গেল সোশ্যাল মিডিয়ার পাতায়।


সবাই মিলে ঠাম্মার জন্মদিন উদযাপন করছেন। সেই উদযাপনকে ঘিরেই ঘটল এক মজার ঘটনাও। আর তা মনে রেখে দিলেন নেটিজনেরাও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে