খালেদা জিয়ার মুক্তির দাবিতেও ‘এক মঞ্চে’ আসতে পারেনি ফরিদপুর বিএনপি
প্রথম আলো
প্রকাশিত: ০২ জুলাই ২০২৪, ২০:০২
কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই বছর আগে ফরিদপুর বিএনপির রাজনীতিতে বিরোধ শুরু হয়েছিল। এ বিরোধের জেরে দীর্ঘদিন ধরেই আলাদাভাবে দলীয় কর্মসূচি করে আসছেন দুই পক্ষের নেতা–কর্মীরা। সর্বশেষ গতকাল সোমবার বিকেলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতেও দুই ভাগে বিভক্ত হয়ে সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপি।
জেলা বিএনপির আহ্বায়ক সমর্থিত অংশ ফরিদপুর প্রেসক্লাব চত্বরে মুজিব সড়কের পাশে সমাবেশ করে। এতে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। অন্যদিকে জেলা বিএনপির কয়েকজন যুগ্ম আহ্বায়ক সমর্থিত অংশ শহরের কাঠপট্টি এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ের নিচে শাহ ফরিদ সড়কে অভিন্ন দাবিতে সমাবেশ করে। অবশ্য সমাবেশে কেন্দ্রীয় কোনো নেতাকে দেখা যায়নি। স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা এখানে বক্তব্য দেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ৩ সপ্তাহ আগে
৯ মাস, ৪ সপ্তাহ আগে
৯ মাস, ৪ সপ্তাহ আগে