![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-07%252F54e9daf5-7b82-43c9-b6c4-fc0f24acf13c%252FDhaka_Beijing_Flight_South_Chaina_Airlines.jpeg%3Frect%3D0%252C0%252C1600%252C1067%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.8)
ঢাকা-বেইজিং ফ্লাইট চালু করছে চায়না সাউদার্ন এয়ারলাইনস
চাহিদা বাড়তে থাকায় ১৫ জুলাই থেকে ঢাকা-বেইজিং পথে সরাসরি ফ্লাইট চালু করবে চায়না সাউদার্ন এয়ারলাইনস। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেইজিংয়ের তাশিং আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করবে এশিয়ার অন্যতম বৃহৎ এই বিমান সংস্থা। শুরুতে প্রতি সপ্তাহে সোম ও শনিবার ঢাকা থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করবে চায়না সাউদার্নের ফ্লাইট।
রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার রাতে আনুষ্ঠানিকভাবে ঢাকা-বেইজিং পথে ফ্লাইট চালুর ঘোষণা দেয় চায়না সাউদার্ন এয়ারলাইনস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার কমোডর সাদিকুর রহমান চৌধুরী প্রমুখ।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- ঢাকা
- বেইজিং
- ফ্লাইট