যে কারণে পিচের মাটি খেয়েছিলেন বিশ্বকাপজয়ী রোহিত
অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে ১৩ বছর পর আইসিসি ট্রফি ঘরে তুলেছে ভারত। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে গত ২৯ জুন তারা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে। এমন মুহূর্তে উল্লাসে মাতোয়ারা হয়ে খেলোয়াড়রা নানা উদযাপনে মাতবেন, এটাই স্বাভাবিক। তবে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার অদ্ভুত এক আচরণ নজর কাড়ে। ফাইনালের পিচ থেকে মাটি তুলে তিনি মুখে নেন, যার কারণ ব্যাখ্যা করেছেন রোহিত।
বার্বাডোজে ৩৭ বছর বয়সে এসে রোহিত জিতলেন অধিনায়ক হিসেবে প্রথম আইসিসি শিরোপা। যে পিচে ফাইনাল হয়েছে, বিশ্বকাপের শিরোপা পেয়েছেন, উদযাপনের এক মুহূর্তে সেই পিচ থেকে খানিকটা মাটি মুখে পুরেছেন ভারতীয় অধিনায়ক। অবশ্য এমন উদযাপন আগেও দেখা গেছে, তবে ক্রিকেটে নয়, এমন উদযাপন করেছেন টেনিস তারকা নোভাক জোকোভিচ। তিনি উইম্বলডন জিতে কোর্টের ঘাস খেয়েছিলেন। এরপরই অনেকের প্রশ্ন– জোকোভিচকে কী নকল করেছেন রোহিত?
- ট্যাগ:
- খেলা
- টি২০ বিশ্বকাপ
- মাটি
- রোহিত শর্মা