যুবকের মাথার কোঁকড়া চুলেই বাসা বেঁধেছে পাখি, মজাদার ভিডিয়ো দেখে দিলখুশ নেটপাড়ার

eisamay.com প্রকাশিত: ০১ জুলাই ২০২৪, ২১:১২

ব্যক্তিত্ব এবং স্টাইলের প্রতিফলন ঘটে আমাদের হেয়ার স্টাইলে। কারও কোঁকড়ানো চুল, কারও আবার স্ট্রেট। কেউ ছোট করে চুল কাটেন। কেউ আবার হাঁটু অবধি লম্বা চুলই পছন্দ করেন। হেয়ার স্টাইলের এমন নানা বাহার দেখা যায় মহিলাদের মধ্যে। তবে এখন পিছিয়ে নেই পুরুষরাও। সেই মিলিটারি ছাট থেকে বেরিয়ে এখন ভিন্ন ভিন্ন হেয়ার স্টাইলেই দেখা যায় তাঁদের। কারও তো আবার লম্বা চুলও থাকে। এরকম ভিন্ন ধরনের হেয়ার স্টাইল দিয়ে নিজের লুক পরিবর্তন করতে থাকেন পুরুষরা।


এদিকে আপনি কি জানতেন হেয়ার স্টাইল দেখে আকৃষ্ট হতে পারে পাখিরাও? এবার এমনটাই দেখা গেল এক ভাইরাল ভিডিয়োতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে