একসঙ্গে ৮০ বাচ্চার জন্ম দিতে পারে সাপ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ৩০ জুন ২০২৪, ২৩:০৬
বর্তমানে আমাদের দেশে রাসেলস ভাইপারের প্রাদুর্ভাবে আতঙ্কিত সবাই। দেশের অনেক জেলায় এই সাপের কামড়ে মারা গেছেন অনেকে। তবে আমাদের দেশে শুধু রাসেলস ভাইপার নয়, আরও অনেক বিষধর সাপের বসবাস। বিশ্বের প্রায় সব দেশেই রয়েছে নানা প্রজাতির সাপ।
জানেন কি? সব সাপ কিন্তু ডিম দেয় না। কিছু প্রজাতির সাপ আছে যেগুলো সরাসরি বাচ্চা দেয়। একসঙ্গে একটি সাপ ৮০টির মতো বাচ্চা দিতে পারে। মূলত সাপ হয় দুই ধরনের- ওভিপ্যারোয়াস ও ভিভিপ্যারোয়াস। ওভিপ্যারোয়াস প্রজাতির সাপেরা ডিমের মাধ্যমে বাচ্চার জন্ম দেয়। অন্যদিকে ভিভিপ্যারোয়াস প্রজাতির সাপ সরাসরি বাচ্চার জন্ম দেয়।