![](https://media.priyo.com/img/500x/https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2024/06/30/front-view-young-beautiful-lady-bathrobe-holding-make-up-cleaner-spray.jpg?itok=mGghIgiA×tamp=1719745887)
সঠিক পদ্ধতিতে মেকআপ তুলছেন তো
আজকাল প্রায় সবাই প্রতিদিন বাইরে বের হওয়ার সময় হালকা হলেও মেকআপ করে থাকেন। কিন্তু সারাদিন মেকআপ নিয়ে থাকার পর বাসায় ফিরে মেকআপ ভালোভাবে না তুলেই যদি ঘুমিয়ে পড়েন তাহলে পরদিন সকালে ত্বকের কী অবস্থা হতে পারে তা বলাই বাহুল্য।
মুখভর্তি ব্রন, র্যাশ, নিষ্প্রাণ ত্বক, ত্বকের পোরস বড় হওয়া নিয়ে নানা জটিল সমস্যা তখনই শুরু হয়ে যায়। জেনে রাখা ভালো যে, নিজেকে সুন্দর রাখতে এবং ত্বক ভালো রাখতে শুধু মেকআপ করলেই চলবে না, মেকআপ প্রোডাক্টগুলো ত্বক থেকে খুব ভালোভাবে তুলেও নিতে হবে। পাশাপাশি ত্বক অনুযায়ী যত্ন নিতে হবে।
অনেকেই ভেবে নিতে পারেন, মেকআপ তুলতে যেকোনো ফেসওয়াশ তো সবসময় সবাই ব্যবহার করে থাকি। কিন্তু শুধু ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিলেই মেকআপ ত্বক থেকে ভালোভাবে তোলা হয়ে যায় না। মেকআপ তোলার কিছু নিয়ম রয়েছে, ঠিক যেমন মেকআপ করার কিছু নিয়ম আমরা মেনে থাকি। সঠিকভাবে মেকআপ তোলার ফলে ত্বক অনেক বয়স পর্যন্ত সতেজ এবং স্নিগ্ধ থাকে।
- ট্যাগ:
- লাইফ
- মেকআপ
- পরিষ্কারের উপায়