![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-06%252Ff5b86673-8dc7-4d85-b43a-9a39e29da12e%252FUntitled_3.jpg%3Frect%3D72%252C0%252C776%252C517%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.1)
কানাডার আকাশে ওটা কি ‘এলিয়েন’
নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলেন স্বামী-স্ত্রী। হঠাৎ আকাশে ‘সূর্যের মতো উজ্জ্বল আলো’ দেখতে পান তাঁরা। এ সময় জাস্টিন স্টেভেনসন চমকে উঠে চিৎকার করে বলে ওঠেন, ‘এটা কী?’
স্টেভেনসন তাঁর স্ত্রী ড্যানিয়েলা ড্যানিয়েলসকে নিয়ে গত ১৪ মে কানাডার স্থানীয় সময় রাত ১০টার দিকে ফোর্ট আলেক্সান্ডার ধরে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎই পাশের উইনিপেগ নদীর ওপর হলুদ রঙের উজ্জ্বল দুটি আলোর গোলক দেখতে পান। সেগুলো থেকে ঠিকরে আলো বের হচ্ছিল।
৪৯ বছর বয়সী স্টেভেনসন সঙ্গে সঙ্গে ওই দৃশ্য ভিডিওতে ধারণ করতে থাকেন। তাঁর মনে হতে থাকে, তিনি হয়তো বহির্জাগতিক কোনো কিছুর সাক্ষী হচ্ছেন।
- ট্যাগ:
- জটিল
- এলিয়েন
- বিচিত্র ঘটনা