ক্রোম ব্রাউজারে ভুলে বন্ধ হওয়া ট্যাব ফেরানোর সহজ নিয়ম
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৯ জুন ২০২৪, ২০:৩৯
পিসিতে জরুরি কাজ চলছে। বারবার যেতে হচ্ছে ব্রাউজারের এক ট্যাব থেকে আরেক ট্যাবে। আর এর মধ্যে যদি ভুল করে কোনো ট্যাব বন্ধ হয়ে যায়? মেজাজ খারাপ হওয়াই স্বাভাবিক।
তবে, ভালো বিষয় হল, ক্রোম ব্রাউজারে ‘মিসক্লিক’ বা ভুলে ক্লিক করে বন্ধ হওয়া ট্যাব পুনরায় চালু করার কিছু সহজ পদ্ধতি রয়েছে। ট্যাব বারে ডান-ক্লিক করে বা কিবোর্ড শর্টকাট ব্যবহার করে সহজেই এটি করতে পারেন। তবে, মোবাইল ডিভাইসে সরাসরি এ সুযোগ না থাকলেও, কেউ চাইলে ‘হিস্ট্রি’ অপশনের মাধ্যমে ট্যাব খুঁজে পেতে পারেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট অ্যান্ড্রয়েড পুলিশ।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ক্রোম ব্রাউজার
- বন্ধ
- ভুল