![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-06%252F78d2dd36-194f-4aa7-a339-5abbd9b4c0f1%252Fweddingspaparazzi_1696194107_3204230875326511550_1992844052.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D720%26dpr%3D0.8)
মাহিরা খান নাকি সেলিম করিম, কে বেশি ধনী?
প্রথম আলো
প্রকাশিত: ২৯ জুন ২০২৪, ২০:১৯
পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান তাঁদের বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন গত ১ অক্টোবর। সেই সময় অনেকেই লিখেছিলেন যে এত সুন্দর বিয়ের কনে নাকি তাঁরা আগে কখনো দেখেননি। ভবিষ্যতে দেখবেন, সেই আশাও করেন না। ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন মাহিরা। ব্যক্তিজীবন নিয়ে তাঁকে খুব একটা কথা বলতেও দেখা যায় না।
সম্প্রতি মাহিরা খানের একটা সাক্ষাৎকারের ছোট্ট একটা অংশ ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে সঙ্গী সেলিম করিমকে নিয়ে কথা বলেছেন তিনি।
- ট্যাগ:
- লাইফ
- সবচেয়ে বেশি
- ধনী
- মাহিরা খান