শিশুদের স্ক্রিন টাইম নিয়ে শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তাদের অবস্থান কী

প্রথম আলো প্রকাশিত: ২৯ জুন ২০২৪, ১৮:২৬

ডিজিটাল এ যুগে প্রযুক্তি পণ্যের প্রসার ও ব্যবহার দুটিই বেড়েছে। যন্ত্রনির্ভরতা বেড়ে যাওয়ায় উদ্বেগ তৈরি হচ্ছে স্ক্রিন টাইম বা পর্দায় কাটানো সময় নিয়ে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে অভিভাবকদের এই উদ্বেগ আরও বেশি। বিশ্বের শীর্ষ প্রযুক্তিবিদ ও উদ্যোক্তারা এর ব্যতিক্রম নন। তাঁদের সন্তানদের ক্ষেত্রে তাঁদের অবস্থান কী?

প্রযুক্তিবিশ্বে চাউর রয়েছে যে নিজেদের বাসায় যতটা সম্ভব কম যন্ত্র ব্যবহার করে ডিজিটাল যন্ত্র ব্যবহারে ভারসাম্য আনতে সচেষ্ট থাকেন শীর্ষ প্রযুক্তিবিদেরা। দ্য ইনফরমেশনের এক সমীক্ষাও তা-ই প্রমাণ করে। তাদের সমীক্ষায় দেখা গেছে, প্রযুক্তি বিশ্বের ‘রাজধানী’ হিসেবে খ্যাত যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির শিশুরা দেশটির অন্যান্য অঞ্চলের শিশুদের তুলনায় উল্লেখযোগ্য হারে কম যন্ত্র ব্যবহার করে। এ সমীক্ষার ফলাফল শীর্ষ প্রযুক্তিবিদদের শিশুদের স্ক্রিন টাইম নিয়ে অবস্থান আরও স্পষ্ট করে তুলে ধরে। জানা গেছে, প্রযুক্তিপ্রতিষ্ঠানের অনেক প্রধান নির্বাহী কর্মকর্তা নাকি শিশুদের স্ক্রিন টাইমে নজরদারি ও সীমাবদ্ধ করার জন্য লোকও নিয়োগ দিয়ে রেখেছেন। কয়েকজন শীর্ষ প্রযুক্তিবিদের অবস্থান দেখে নেওয়া যাক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও