কানের পাশে তীব্র ব্যথা হলে কী করবেন
যুগান্তর
প্রকাশিত: ২৯ জুন ২০২৪, ১৬:২৬
ট্রাইজেমিনাল স্নায়ু নামের একটি স্নায়ু আছে, যা সাধারণত মুখ থেকে মস্তিষ্কে অনুভূতি সরবরাহের কাজটি করে থাকে। স্নায়ুটিতে কোনো সমস্যা হলে মুখের একদিকে কানের পাশে বৈদ্যুতিক শকের মতো তীব্র ব্যথা হয়। পুরুষদের চেয়ে নারীদের মধ্যে এ রোগ বেশি পরিলক্ষিত হয়।
* কেন হয়
যদি ট্রাইজেমিনাল নার্ভে যে কোনোভাবে চাপ পড়ে তাহলে এ রোগ হতে পারে। তাছাড়া অন্যান্য রোগের কারণেও এ রোগ হতে পারে। যেমন-মাল্টিপল স্কেলেরোসিস, মস্তিষ্কে টিউমার।
* উপসর্গ
▶ ট্রাইজেমিনাল নিউরালজিয়ার রোগীদের বৈদ্যুতিক শকের মতো তীব্র ব্যথা হয়।
▶ শেভ করার সময়, মুখে হাত বুলালে, দাঁত ব্রাশ করার সময়, মেকআপ নেওয়ার সময় ব্যথা বেড়ে যেতে পারে।
▶ ব্যথা কয়েক সেকেন্ড স্থায়ী হয়, সাধারণত দুই মিনিটের কম। বারবার ব্যথা হয়, ব্যথা কয়েকদিন থেকে কয়েক মাস পর্যন্ত থাকতে পারে। দুটি