২০১৩ স্পেনের বোটানিক্যাল ইনস্টিটিউট অফ বার্সেলোনার গবেষকেরা দক্ষিণ আমেরিকার ফ্রেঞ্চ গায়ানার আটলান্টিক সমুদ্রসৈকতে বিশেষ ধরনের এক প্রজাপতির দেখা পান। পেইন্টেড লেডি বাটারফ্লাই নামের এ প্রজাপতি দেখে চমকে যান তাঁরা। এ ধরনের প্রজাতি সাধারণত দক্ষিণ আমেরিকা অঞ্চলে পাওয়া যায় না। আর তাই এ প্রজাপতির উপস্থিতি নিয়ে গবেষণা শুরু করে করেন বিজ্ঞানীরা। ১০ বছরের বেশি সময় পরে জানা গেল প্রজাপতিগুলো আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে এসেছে।
পাখির পরিযায়নের কথা আমরা জানি। পোকামাকড়ের পরিযায়ন নিয়ে তথ্যাদি বিজ্ঞানীদের কাছে বেশ কম। প্রজাপতির আটলান্টিক সফর নিয়ে নেচার কমিউনিকেশনে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, পেইন্টেড লেডি প্রজাপতি টানা ৪ হাজার ২০০ কিলোমিটারের পাড়ি দিতে পারে। এর ফলে পশ্চিম ইউরোপের ফ্রান্স, আয়ারল্যান্ড, যুক্তরাজ্য ও পর্তুগাল থেকে এসব প্রজাপতি মাঝেমধ্যেই আটলান্টিক পাড়ি দেয়।
You have reached your daily news limit
Please log in to continue
যে প্রজাপতি আটলান্টিক পাড়ি দেয়
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন