![](https://media.priyo.com/img/500x/https://cdn.bdnews24.com/bdnews24/media/bangla/imgAll/2024June/jupiter-esa-240627-01-1719569139.jpg)
এবার বৃহস্পতির বায়ুমণ্ডলে বিস্ময়কর গতিবিধি দেখাল জেমস ওয়েব
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৮ জুন ২০২৪, ১৭:১৪
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে সম্প্রতি বৃহস্পতি গ্রহের ওপরের স্তরের বায়ুমণ্ডলে রহস্যময় কার্যকলাপ উদঘাটনের দাবি করেছেন বিজ্ঞানীরা।
বিশেষ করে এ রহস্যময় কার্যকলাপটি দেখা গেছে বৃহস্পতির সুপরিচিত ‘গ্রেট রেড স্পট’ নামের অঞ্চলে, যেটি একসময় নীরস ও গুরুত্বহীন হিসেবে বিবেচিত হয়েছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- বৃহস্পতি গ্রহ
- বৃহস্পতি
- গতিবিধি