কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাবার পদবি মুছে ফেললেন টম ক্রুজ কন্যা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৮ জুন ২০২৪, ১৬:১৩

সম্প্রতি নিজেদের নাম থেকে বাবার পদবি মুছে ফেলেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট কন্যা শিলো ও ভিভিয়েন। মা অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদের জেরেই পদবি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয় ব্র্যাড কন্যারা। তাদের মতো এবার একই পথেই হাঁটলেন আরেক হলিউড অভিনেতা টম ক্রুজ এর মেয়ে সুরিও। নিজের নামের থেকে বাবার পদবি সরিয়ে ফেললেন এই তারকা কন্যা।


মার্কিন গণমাধ্যম লস অ্যাঞ্জেলস টাইমস এর খবর, টম ক্রুজের মেয়ে সুরির নতুন নাম প্রকাশ্যে এসেছে। জানা গেছে, সুরি যখন তার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, তখন তার নাম ছিল সুরি ক্রুজ। কিন্তু সম্প্রতি তার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ‘সুরি নোয়েল’ নামে তার স্নাতক সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চলাকালীন সুরি তার নাম থেকে ক্রুজ সরিয়ে পদবিতে নোয়েল যোগ করেন। নোয়েল পদবিটি মূলত তার মা কেটি হোমসের মধ্যম নাম বলে জানান গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও