কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গুগল ক্রোমে বুকমার্ক ব্যবহারের খুঁটিনাটি

যুগান্তর প্রকাশিত: ২৮ জুন ২০২৪, ১৫:৩৮

প্রতিদিন নানা কাজে গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনাকে বিভিন্ন ওয়েব পেজ এক্সেস করতে হয়। আপনি প্রতিদিন ব্যবহার করা হলেও কাজের চাপে অনেক সময় সেই ওয়েবসাইটে প্রবেশের অ্যাড্রেস বা লিংক ভুলে যান। এটি খুবই স্বাভাবিক বিষয়। আর দরকারি এসব ওয়েবসাইট মনে রাখার জন্য সবচেয়ে ভালো উপায় হলো— ‘বুকমার্ক’ ফিচার।



এই বুকমার্ক ফিচারের পরও যদি খুঁজে না পান সাইট? তবে ক্রোম ব্রাউজারে সংরক্ষিত ওয়েবসাইট দেখার কয়েকটি সহজ উপায় আছে। আর কেউ যদি একই গুগল অ্যাকাউন্ট বিভিন্ন ডিভাইসের ক্রোম ব্রাউজারে ব্যবহার করেন, তবে সে ক্ষেত্রে একটি সাইট বুকমার্ক করলে সেটি সব ডিভাইসের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে সিঙ্ক হয়ে যাবে বলে প্রতিবেদনে লিখেছে উইকিহাও।


চলুন জেনে নেওয়া যাক বুকমার্ক ফিচার ব্যবহারের সহজ কিছু নিয়ম—


বুকমার্ক ফিচারের সহজ পদ্ধতি


১. গুগল ক্রোমে একটি ওয়েব পেজ চালু করুন।
২. অ্যাড্রেস বারের ডান পাশে ‘স্টার’ বা তারার চিহ্নে ক্লিক করুন।
৩. ‘এডিট’ অপশনে ক্লিক করুন।
৪. বুকমার্কের নাম আর ফোল্ডারের নাম নিজের পছন্দ অনুসারে বদলে নিন।
৫. ‘ডান’ অপশনে ক্লিক করুন।


যেভাবে বুকমার্ক খুঁজে পাবেন


গুগল ক্রোম চালু করার পর যদি অ্যান্ড্রেস বারের নিচে বুকমার্ক বার দেখতে না পান, সে ক্ষেত্রে নিজে থেকে সেটি খুঁজে বের করুন।
১. প্রথমে ওপরের ডান কোনায় থ্রি-ডট আইকনে ক্লিক করুন।
২. ‘বুকমার্কস অ্যান্ড লিস্টস’ অপশনের ওপরে মাউসের কারসার নিন।
৩. ‘শো বুকমার্ক বার’ অপশনে ক্লিক করলে অ্যান্ড্রেস বারের নিচে থেকেই বুকমার্কের অপশনগুলো দেখা যাবে।
৪. এ ছাড়া একটি উইন্ডোতে সব বুকমার্ক দেখার জন্য ‘বুকমার্ক ম্যানেজার’ অপশনে ক্লিক করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও