ব্রিটেনে ভোটে এবার প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছে এআই স্টিভ
                        
                            ঢাকা পোষ্ট
                        
                        
                        
                         প্রকাশিত: ২৮ জুন ২০২৪, ১৫:৩৩
                        
                    
                করতে গিয়ে হিমশিম খেতে হয় এমন সব কাজে এখন ব্যবহার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এর মাধ্যমে প্রায় অসম্ভব কাজকে মুহূর্তের মধ্যে করা যাচ্ছে। এবার রাজনীতির ময়দানেও ব্যবহার হচ্ছে এআই। কয়েকদিন পরই ব্রিটেনে শুরু হবে ভোট। সেখানে প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছে এআই স্টিভ।
ইতোমধ্যে ভোটের প্রচারও শুরু করে দিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি এই রোবট। বিশ্বে এই প্রথম কোনো ভোটে লড়ছে এআই প্রার্থী, যা স্বাভাবিক ভাবেই হইচই ফেলে দিয়েছে ব্রিটেনজুড়ে। এই এআই প্রার্থী এনেছেন সাসেক্সের এক ব্যবসায়ী, তার নাম স্টিভ এরন্ডাকট। ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের ব্রাইটন প্যাভিলিয়ন এলাকা থেকে লড়বেন এআই প্রার্থী।