শিশুর যে ছয় আচরণ স্বাভাবিক নয়

প্রথম আলো প্রকাশিত: ২৮ জুন ২০২৪, ১৫:২৭

শিশুর কোনো আচরণকে আমরা নিছক দুষ্টুমি ভেবে উড়িয়ে দিই, কোনো আচরণে আমরা বিরক্ত হই। কখনো কখনো শিশুর আচরণে বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে হয় আমাদের। আদর, যত্ন, স্নেহ, মমতা আর ভালোবাসায় ভরা যার শৈশব, সে একদিন নিশ্চয়ই একজন মানবিক মানুষ হিসেবে বেড়ে উঠবে। তবে শৈশবে শিশুর আচরণে যদি কোনো নেতিবাচক বিষয় দেখা যায়, তাহলে অভিভাবক হিসেবে আপনাকে তার প্রতি আরেকটু মনোযোগী হতে হবে। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে শিশু বিভাগের কনসালট্যান্ট ডা. তাসনুভা খান জানান শিশুর আচরণের এমন কিছু দিক।


ক্রমাগত কান্না বা বিরক্তি


শিশু সামান্য বিষয় নিয়ে কাঁদতে পারে, জেদ করতে পারে। এটা কিন্তু অস্বাভাবিক নয়। তবে আপনি যদি লক্ষ করেন যে অধিকাংশ সময়ই সে বিরক্তি প্রকাশ করে বা কাঁদতে থাকে, তাহলে অবশ্যই এর পেছনের মূল কারণটি খুঁজে বের করার চেষ্টা করুন। শিশুর কিন্তু শারীরিক বা মানসিক অসুবিধাও থাকতে পারে, যার অন্যান্য উপসর্গ হয়তো আপনার চোখ এড়িয়ে যাচ্ছে। তাই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। এমনও হতে পারে, আপনি তাকে পর্যাপ্ত সময় দিচ্ছেন না বলে সে আপনার মনোযোগ পাওয়ার জন্য সব সময় কাঁদছে বা জেদ করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও