কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাখাইনে জান্তা বাহিনীতে ঢোকাতে বাড়ি থেকে তরুণদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে

প্রথম আলো মিয়ানমার (বার্মা) প্রকাশিত: ২৮ জুন ২০২৪, ১৫:০৮

মিয়ানমারের রাখাইন রাজ্যে দীর্ঘ সময় ধরে লড়াই-সংঘাত চলছে। এই সংঘাত রাজ্যের রোহিঙ্গা ও রাখাইন তরুণদের শিক্ষা ও কাজ করার স্বপ্নকে ক্রমেই ফিকে করে ফেলছে। তাঁরা জীবন বাঁচাতে কিংবা লড়াইয়ে যোগ দেওয়া এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন।


এমনই একজন রাজ্যের সংখ্যাগুরু রাখাইন জাতিগোষ্ঠীর থুরা মাআং। ১৮ বছরের এই তরুণ রাখাইন রাজ্যের উপকূলীয় শহর মায়বনে থাকেন। সেখানে গত বছরের নভেম্বর থেকে মিয়ানমার সেনাবাহিনী এবং স্বাধীনতাকামী আরাকান আর্মির সঙ্গে তীব্র লড়াই শুরু হয়। পরের মাসেই প্রথম বাড়িঘর ছেড়ে পরিবারের সঙ্গে নদী পার হয়ে পালিয়ে যান থুরা মাআং। কয়েক দিন পর তাঁরা ফিরেও আসেন। কিন্তু পরের কয়েক মাসে যুদ্ধের তীব্রতা বাড়লে থুরার পরিবার আরও দুবার শহরের বাড়িঘর ছেড়ে গ্রামে পালিয়ে যায়।


যুদ্ধের কারণে মাআং যে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন, সেটি বন্ধ হয়ে গেছে। পড়াশোনা নিয়ে হতাশ এই তরুণ বলেন, ‘নিজের জীবনকে উন্নত করার কোনো সুযোগ সেখানে নেই এবং আমি কোনো ভবিষ্যৎও দেখতে পাচ্ছি না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও