কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মিউজিক এখন কেউ কিনে শোনে না: শাফিন আহমেদ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৮ জুন ২০২৪, ১৫:০০

‘মাইলস’ নামটির সঙ্গে জড়িয়ে থাকা সংগীত তারকা শাফিন আহমেদ গত তিন বছর ধরে পথ চলছেন ‘ভয়েস অব মাইলস’ নামের ব্যান্ড দল নিয়ে। নতুন করে পথচলার গল্প, ডিজিটাল প্ল্যাটফর্মে সংস্কৃতিগত পরিবর্তন, ব্যান্ডসংগীতের সেকাল-একাল নিয়ে এক সন্ধ্যায় শাফিন আহমেদের সঙ্গে তার বনানীর স্টুডিওতে কথা হয় গ্লিটজের।


‘ভয়েস অব মাইলস’ ব্যান্ড সম্পর্কে জানতে চাই।


শাফিন: ‘ভয়েস অব মাইলস’ এর তিন বছর হল। অভ্যন্তরীণ কিছু সমস্যা থাকার কারণে ‘মাইলস’ থেকে সাময়িকভাবে সরে রয়েছি। সমস্যা নিরসন না হওয়া পর্যন্ত, মীমাংসা না হওয়া পর্যন্ত তাদের সঙ্গে আমাকে পাওয়া যাবে না। সেই জায়গা থেকে নিজের মত করে অন্য লাইনআপে কাজ করার যে উদ্যোগ নিয়েছি, সেটারই প্রতিফলন হচ্ছে ‘ভয়েস অব মাইলস’। শুরুর দিকে কোনো নাম ব্যবহার করিনি। শুধু শাফিন আহমেদ নামেই যাত্রা করেছিলাম। আমার ইচ্ছে ছিল একসঙ্গে কাজ করতে না পারলে ‘মাইলস’ নামটা ব্যবহার না করাই ভালো। কিন্তু অপরপক্ষ 'মাইলস' নামটি ব্যবহার করা থেকে বিরত হয়নি। অর্থাৎ তারা মাইলস ব্যবহার করে আসছিল আমার অনুরোধ উপেক্ষা করে। যার কারণে এক পর্যায়ে আমার সিদ্ধান্ত নিতে হল যে, 'মাইলস' নামটা তো আমারই, অনেকাংশে আমারই হাতে গড়া। সুতরাং আমি এটাকে পুরোপুরি ছেড়ে না দিয়ে নামকরণ করলাম ‘ভয়েস অব মাইলস’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও