কেবল তিস্তার পানি নয়, আছে নিরাপত্তার প্রশ্নও
অভিন্ন নদী তিস্তার বাংলাদেশ অংশে পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনাবিষয়ক প্রকল্পটি পেতে নানামুখী চেষ্টা চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি ও বেইজিং। এতে অনেকটাই এগিয়ে দিল্লি। তবে প্রকল্পটি যে শুধু পানিবিষয়ক তা নয়, এর সঙ্গে নিরাপত্তার প্রশ্নটিও জড়িত।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নে অনেক প্রস্তাবই এসেছে। যে প্রস্তাব অধিক লাভজনক ও উপযোগী হবে, সেটাই সরকার গ্রহণ করবে। তবে তিস্তা প্রকল্পটি ভারত করে দিলে সব সমস্যারই সমাধান হয়ে যায়।
কূটনীতিকরা মনে করেন, তিস্তায় পানি বণ্টন ইস্যুটি এখন গৌণ। গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নিরাপত্তার প্রশ্নটি। কারণ, তিস্তা প্রকল্পটি যেখানে বাস্তবায়ন হবে, সেটি বাংলাদেশ-ভারত সীমান্তের কাছে। আর সেখানে কোনোভাবেই চীনের উপস্থিতি দেখতে চায় না দিল্লি। বাংলাদেশ এমন সিদ্ধান্ত নেবে না, যা ভারতের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হতে পারে।