![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2024/06/27/f6d30d3f4e3097da842f19aedd350b10-667d735000e03.jpg)
নামাজ শেষে বের হতেই আ. লীগ নেতাকে কুপিয়ে হত্যা
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৭ জুন ২০২৪, ২০:৪৭
মসজিদ থেকে নামাজ শেষে বের হতেই নারায়ণগঞ্জের ফতুল্লায় সুরুজ মিয়া (৬৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ বৃহস্পতিবার উপজেলার কাশিপুর ইউনিয়নের আলীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সুরুজ মিয়া ফতুল্লার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক। আহতরা হলেন–নিহতের দুই ছেলে জনি আহমেদ (৩৫), রাজু আহমেদ (৪০), স্থানীয় বাসিন্দা রাসেল (৩২) ও শাকিল (৩০)।
- ট্যাগ:
- বাংলাদেশ
- কুপিয়ে হত্যা
- নেতা
- আ. লীগ