কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিয়ের পর প্রথম জন্মদিনে ঢাকায় পরম, পিয়ার উপহার

প্রথম আলো প্রকাশিত: ২৭ জুন ২০২৪, ১৯:১১

আজ কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের জন্মদিন। বিয়ের পরের প্রথম জন্মদিন বলে কথা। সে কারণে স্ত্রী পিয়ার সারপ্রাইজ জানতে মুখিয়ে ভক্ত-অনুরাগীরা। সম্ভবত ভক্তদের মনের ব্যাকুলতা বুঝতে পেরেছেন পরমপত্নী। এই জন্মদিনকে ঘিরে স্বামীকে দেওয়া উপহার এবং উপলব্ধি দুটোই বলেছেন অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যমে লিখে জানিয়েছেন এবারের জন্মদিনে গান উপহার দিয়েছেন পরমের পিয়া। বললেন—‘গান ভালোবাসে বলেই এই উপহার’।
পিয়া চক্রবর্তী লিখেছেন, ‘জন্মদিনের আগের রাতটা আমরা একসঙ্গে কাটিয়েছি।


বাড়িতেই ছিল ছোটখাটো আয়োজন। খুব কাছের বন্ধু ছিল কজন। অল্প খাওয়াদাওয়া-গানবাজনা। পরম জন্মদিন এভাবেই ভালোবাসে। বিয়ের পর পরমের প্রথম জন্মদিন হলেও সবাই জানে, নিজের কাজকে ও কতটা ভালোবাসে। ওর কাজ থেমে থাকে না। সে ভীষণ “ওয়ার্কোহোলিক”। সে কারণেই জন্মদিনে এবারও বাড়িতে থাকছে না। সকালেই ঢাকার উদ্দেশে রওনা হচ্ছে। সে কারণে জন্মদিনে আলাদা করে কোনো পরিকল্পনা নেই। এই দিনও কাজ নিয়েই থাকবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও