নবীদের শুরু আছে, শেষ নেই
প্রথম আলো
প্রকাশিত: ২৭ জুন ২০২৪, ১৫:৩৭
কাগিসো রাবাদার বলে ব্যাট এবং প্যাডের ফাঁক গলে বোল্ড মোহাম্মদ নবী। দীর্ঘশ্বাস ফেলেছেন কেউ কেউ। আফগানিস্তানের ভীষণ প্রয়োজনের সময় নবীর মতো কেউ দাঁড়িয়ে গেলে সেমিফাইনালে হয়তো নিঃশর্ত আত্মসমর্পণ করতে হয় না।
আত্মসমর্পণ—শব্দটাই তো আফগান ক্রিকেটে ধারার বিপরীত। জন্মই যাঁদের যুদ্ধের মধ্যে, বেঁচে থাকার শ্বাসেই যাঁরা পেয়েছেন বারুদের পোড়া গন্ধ, তাঁরা কি আত্মসমর্পণ করতে জানেন! কিন্তু নবী এ বেলায় করলেন। সেটাও এমন এক বেলা, যখন আফগান ক্রিকেট–সূর্য গনগনে আলোয় উদ্ভাসিত। টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল! অথচ তখনই কি না নবীর ব্যাটে গ্রহণ!