You have reached your daily news limit

Please log in to continue


অভিনয় থেকে দূরে থাকার কারণ জানালেন বাঙালি নায়িকা রিমি সেন

রিমি সেন। বলিউডে দুই দশকের পথচলা। বড়পর্দায় অভিনয়জগতে শুরু। যাত্রা শুরুর আগে নাম পরিবর্তন করেছিলেন তিনি। বড় বড় শক্তিমান অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন। অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন, সালমান খান, অভিষেক বচ্চন, অজয় দেবগনের মতো তারকাদের সঙ্গে স্কিন শেয়ার করেছেন। কিন্তু যত দ্রুততার সঙ্গে তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন, ঠিক ততটাই দ্রুত বলিউড থেকে হারিয়ে গেছেন বাঙালি অভিনেত্রী রিমি সেন। 

আনন্দবাজারের প্রতিবেদন সূত্রে জানা যায়, রিমি সেনের বলিউডে দুই দশকের পথচলা। বড়পর্দায় অভিনয়জগতে শুরু। অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন, সালমান খান, অভিষেক বচ্চন, অজয় দেবগনের মতো তারকাদের সঙ্গে স্কিন শেয়ার করেছেন। কিন্তু যত দ্রুততার সঙ্গে তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন, ঠিক ততটাই বলিউড থেকে দ্রুত হারিয়ে গেছেন এ বাঙালি অভিনেত্রী রিমি সেন। তার উল্লেখযোগ্য কিছু ছবি— ‘গরম মশলা’, ‘কিউ কি’, ‘দিওয়ানা হুয়ে পাগল’, ‘ফির হেরা ফেরি’, ‘গোলমাল: ফান আনলিমিটেড’, ‘ধুম ২’, ‘হ্যাটট্রিক’, ‘জনি গদ্দার’, ‘দে তালি’, ‘থ্যাংক ইউ’-এর মতো একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেন রিমি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন