You have reached your daily news limit

Please log in to continue


বিশ্বকাপ ব্যর্থতার জেরে এবার শ্রীলংকার হেড কোচের পদত্যাগ

সময়টা একদম ভালো যাচ্ছে না শ্রীলংকার। গতকাল দলটির পরামর্শকের পদ থেকে সরে দাঁড়ান সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। এবার পদত্যাগ করেছেন দলটির হেড কোচ ক্রিস সিলভারউড। ধারণা করা হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার জেরেই পদত্যাগ করেছেন তিনি। তবে পদত্যাগের সিদ্ধান্তকে স্রেফ ব্যক্তিগত হিসেবে উল্লেখ করেছেন সাবেক এ ইংলিশ ক্রিকেটার।

২০২২ সালের এপ্রিলে শ্রীলংকা দলের দায়িত্ব নেন সিলভারউড। এরপর কঠিন পথই পাড়ি দিতে হয়েছে তাকে।  ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে ৯ ম্যাচ খেলে মোটে ২টি জয় পায় শ্রীলংকা।  আর এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বও পেরোতে পারেননি ২০১৪ আসরের চ্যাম্পিয়নরা।  

তবে ব্যর্থতার মধ্যেও সিলভারউডের অধীনে বেশ কিছু সাফল্য আছে শ্রীলংকার।  ২০২২ সালে এশিয়া কাপ জিতেছেন লংকানরা। আর গত বছরের এশিয়া কাপে রানার্সআপ হয় দেশটি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন