কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ডিমের বাজার অস্থির করার অভিযোগে তেজগাঁওয়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ডেইলি স্টার প্রকাশিত: ২৭ জুন ২০২৪, ১৩:৪০

মূল্য তালিকার চেয়ে বেশি দরে ডিম বিক্রি, ক্যাশ মেমোতে মূল্য উল্লেখ না করা ও এসএমএসের মাধ্যমে সারা দেশে ডিম বাজার নিয়ন্ত্রণের অভিযোগে রাজধানীর তেজগাঁওয়ে তিনটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


এর মধ্যে মেসার্স আমানত এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা এবং বাকি দুটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।


আজ বৃহস্পতিবার ভোরে তেজগাঁওয়ের পাইকারি ডিমের আড়তে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল এই অভিযান পরিচালনা করেন।


তিনি বলেন, 'পাইকারি বাজারে গিয়ে আমরা প্রমাণ পেলাম ক্যাশ মেমোতে আগে থেকে তারা দর লেখেন না। কী দরে (ডিম) বিক্রি করছেন, ক্যাশ মেমোতে উল্লেখ থাকে না। সে রকম ক্যাশ মেমো আমাদের কাছে আগে থেকেই ছিল। এছাড়া মূল্য তালিকার চেয়ে বেশি দামে ডিম বিক্রির প্রমাণও পাওয়া গেছে। তারা শুধু সংখ্যা লেখেন যে, এত হাজার পিস ডিম বিক্রি করা হলো। কী রেটে বিক্রি করলেন, কত টাকায় বিক্রি করা হলো সে তথ্য এখান থেকে দেওয়া হয় না।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও