![](https://media.priyo.com/img/500x/https://bangla.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2024/06/27/monir_hossain_jibon.jpg?itok=Z0zusrNf×tamp=1719472574)
‘আজ রবিবার’ নাটকের পরিচালক মনির হোসেন জীবন মারা গেছেন
ডেইলি স্টার
প্রকাশিত: ২৭ জুন ২০২৪, ১৩:৩৯
পরিচালক ও প্রযোজক মনির হোসেন জীবন মারা গেছেন। বুধবার দিনগত রাত দেড়টায় রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন পরিচালক সমিতির উপমহাসচিব অপূর্ব রানা।
তিনি বলেন, 'আজ রবিবার' ধারাবাহিক নাটকের পরিচালক মনির হোসেন জীবন ব্রেন স্ট্রোক করে আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে মারা গেছেন।
আজ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা শিল্পকলা একাডেমিতে তার মরদেহ রাখা হয়েছিল। পরে মরদেহ তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার মনোহরদীতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
- ট্যাগ:
- বিনোদন
- মারা গেছেন
- পরিচালক