You have reached your daily news limit

Please log in to continue


মেয়রের ছেলেসহ ৪ কয়েদি একমাস ধরে যেভাবে কারাগারের ছাদ ফুটো করেন

বগুড়া জেলা কারাগারের কনডেম সেলের ছাদ ফুটো করে পালানোর পর আটক হয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদি। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে বগুড়া জেলা কারাগারের একতলা ভবনের কনডেম সেলের ২ নং ওয়ার্ড থেকে তাঁরা পালিয়ে যান।


এই চার কয়েদির মধ্যে মো. জাকারিয়া (৩৪) বগুড়ার কাহালু পৌরসভার মেয়র আবদুল মান্নানের ছেলে। তিনি উলট্ট গ্রামের বাসিন্দা। এক স্কুলছাত্রকে অপহরণ করে মুক্তিপণ আদায় ও হত্যার দায়ে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বাকিরা হলেন, কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানার দিয়াডাঙ্গা গ্রামের আজিজুল হকের ছেলে নজরুল ইসলাম  ওরফে মজনু ওরফে মঞ্জু(৬০), নরসিংদী জেলার মাধবদী থানার ফজরকান্দি গ্রামের মৃত ইসরাফিলের ছেলে আমির হামজা ওরফে আমির হোসেন (৪১) এবং বগুড়া সদরের কুটুরবাড়ি গ্রামের ইসরাইল শেখের ছেলে ফরিদ শেখ (৩০)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন