উত্তর কোরিয়ার সম্ভাব্য হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ‘ব্যর্থ’
প্রথম আলো
প্রকাশিত: ২৬ জুন ২০২৪, ১৮:১৭
উত্তর কোরিয়া আজ বুধবার একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে উৎক্ষেপণের পর মাঝ–আকাশেই ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হয় বলে দাবি দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের এক কর্মকর্তার।
আজ ভোরের দিকে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। এর কয়েক ঘণ্টা আগে দক্ষিণ সীমান্তের দিকে আরও একটি ময়লা-আবর্জনার বেলুন পাঠায় উত্তর কোরিয়া। এর জেরে দক্ষিণ কোরিয়ার ইনচেয়ন বিমানবন্দরে উড়োজাহাজের ওঠানামা তিন ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়।