কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এটি বিশ্বের সবচেয়ে দামি বিস্কুট, দাম শুনলে চমকে যাবেন

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৬ জুন ২০২৪, ১৫:৪৩

বিস্কুট ছাড়া তো বাঙালির চা পান অসম্পূর্ণ। বিস্কুট কত ধরনের হয় তা তো আপনারা জানেনই। টক, ঝাল, মিষ্টি সব রকমেরই বিস্কুট হয়।


অনেকে আবার বিস্কুটের সঙ্গে কুকিকে গুলিয়ে ফেলেন। বিস্কুট ও কুকি কিন্তু আলাদা দুটি খাবার।


চা ও বিস্কুট খেতে ভালোবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া কঠিন৷ বুড়ো থেকে বাচ্চা সবাই বিস্কুট খেতে খুবই ভালোবাসে। এই বিস্কুট চায়ে ডুবিয়ে খেতে লোভ হয় অনেকেরই। সকালে ঘুম থেকে ওঠার পরই গরম, গরম চা বা কফির সঙ্গে বিস্কুট খাওয়ার মজাই আলাদা। তাই প্রতিদিন সকালে বিস্কুট খাওয়ার অভ্যাস অনেক মানুষেরই আছে।


আপনি যদি বাজারে বিস্কুট কিনতে যান, আপনি ৩০-৫০ টাকায় মোটামুটি বিস্কুটের একটি ভালো প্যাকেট পাবেন। কিন্তু বিশ্বে এমন একটি বিস্কুট আছে, যার দাম অনেক। এর দাম এত বেশি যে আপনি সেই পরিমাণ দিয়ে একটি গাড়িও কিনতে পারবেন! এটি বিশ্বের সবচেয়ে দামি বিস্কুট। কিন্তু প্রশ্ন জাগে কেন এত দাম?


বিবিসির ২০১৫ সালের প্রতিবেদন অনুসারে, একটি বিস্কুট নিলাম হয়েছিল, যার দাম ছিল ১৫ হাজার পাউন্ড অর্থাৎ আজকের হিসাবে প্রায় সাড়ে ২২ লাখ টাকা। এটি এত দামী কারণ এটিই একমাত্র বিস্কুট যা টাইটানিকে ছিল এবং নিরাপদ পাওয়া গিয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে