মংডু দখলের লড়াইয়ে কাঁপছে এপার
মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহর দখল ও নিয়ন্ত্রণে রাখতে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং দেশটির সেনাবাহিনীর মাঝে তুমুল লড়াই চলছে। শেষ কামড় হিসেবে সর্বশক্তি দিয়ে হামলা চালাচ্ছে আরাকান আর্মি, এমনটি দাবি করছেন এপারের রোহিঙ্গারা।
মঙ্গলবার (২৫ জুন) সারারাতই গোলার বিকট শব্দে নির্ঘুম রাত কাটাতে হয়েছে এপারের সীমান্ত এলাকার বাসিন্দাদের। এ পরিস্থিতিতে টেকনাফের নাফনদ সীমান্তবাসীদের মাঝে নতুন করে দেখা দিয়েছে আতঙ্ক।
স্থানীয়দের মতে, মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চললেও রাতভর নিরবিচ্ছিন্ন গোলাগুলি চলেছে। অব্যাহত রয়েছে বুধবার সকাল থেকে এখনো। হামলা ও পাল্টাহামলায় সাধারণ রোহিঙ্গারা এলাকা ত্যাগ করে সীমান্তে এসে অবস্থান নিয়েছে। তবে বিজিবির সতর্কাবস্থানে এপারে আসার সাহস পাচ্ছে না।