![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2020%252F05%252F16%252Ffd8010477a4aed715f2485176585bd89-5ebfb25841571.jpg%3Frect%3D103%252C0%252C1350%252C900%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D640)
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন হায়দার হোসেন
প্রথম আলো
প্রকাশিত: ২৬ জুন ২০২৪, ১৩:২২
হৃদ্যন্ত্রের জটিলতা নিয়ে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশে ভর্তি ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ও গীতিকার হায়দার হোসেন।
তিন দিন চিকিৎসা নিয়ে আজ বুধবার সকাল ১০টায় হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছেন এই গায়ক। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি এখন মেয়ের বাসায় আছি। আমি সুস্থ আছি। সবার কাছে দোয়া চাই।’