কাঞ্চন পৌরসভা নির্বাচনে সকালেই ভোটারদের দীর্ঘ সারি

প্রথম আলো রূপগঞ্জ প্রকাশিত: ২৬ জুন ২০২৪, ১৩:১৮

প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট আর ‘নজিরবিহীন’ নিরাপত্তার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার সকাল আটটায় শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত ইভিএমে চলবে এই ভোট গ্রহণ। সকালে ভোটের শুরুতেই কয়েকটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে।


এ নির্বাচনে মেয়র পদে লড়ছেন দুই প্রার্থী। তাঁরা হলেন কাঞ্চন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক পৌর মেয়র রফিকুল ইসলাম (জগ প্রতীক) এবং পৌর বিএনপির সাবেক সহসভাপতি (বহিষ্কৃত) ও সাবেক মেয়র আবুল বাশার (মোবাইল ফোন প্রতীক)। এ ছাড়া ২৭ জন সাধারণ কাউন্সিলর ও ৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী আছেন।


স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচনে বিএনপি দলীয়ভাবে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিলেও রফিকুল ইসলামসহ বেশ কয়েকজন বিএনপি নেতা এ নির্বাচনে অংশ নিয়েছেন। তাঁরা সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্য থেকে আজ পৌরসভার ১৩টি ভেন্যুর ১৯টি কেন্দ্রে ৪০ হাজার ৭৯৮ জন ভোটার নিজেদের পছন্দের জনপ্রতিনিধি বেছে নেবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও