You have reached your daily news limit

Please log in to continue


ক্ষতি ৭১০ কোটি টাকা

ঢাকা ওয়াসা রীতিমতো ‘ঘোড়ার আগে গাড়ি’ জুড়ে দিয়েছে পদ্মা (যশলদিয়া) পানি শোধনাগার প্রকল্পে। সেখানে সরবরাহ লাইন তৈরির কোনো আয়োজন না করেই চালু করা হয়েছে কার্যক্রম। ফলে সক্ষমতার অর্ধেকের কম পানি উৎপাদন করায় ৫৬ মাসে ঢাকা ওয়াসার আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৭১০ কোটি টাকা। কারণ এই প্রকল্পের দৈনিক উৎপাদন সক্ষমতা ৪৫ কোটি লিটার। আর এ সময়ে দৈনিক উৎপাদনের গড় ২০ কোটি লিটার। অর্থাৎ ২৫ কোটি লিটার পানি উৎপাদন কম হয়েছে। ঢাকা ওয়াসার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক সংখ্যা এবং পানির দামের নির্ধারিত মূল্য হিসাব-নিকাশ করে পাওয়া গেছে এসব তথ্য।

এমন পরিস্থিতি হওয়ার পরও সরবরাহ লাইন স্থাপনের কোনো কার্যকর উদ্যোগ নেই ঢাকা ওয়াসার। কয়েক দফা প্রকল্প গ্রহণের আওয়াজ তুললেও বাস্তবতা হচ্ছে এখনো কোনো প্রকল্পের অনুমোদন মেলেনি। অথচ মূল প্রকল্পের অনুষঙ্গ হিসাবে সরবরাহ লাইন রাখা দরকার ছিল। রহস্যজনক কারণে তা রাখেনি কর্তৃপক্ষ। এ অবস্থায় চুক্তির শর্ত মোতাবেক ৫ বছরের গ্রেস পিরিয়ড শেষে আগামী মাস থেকেই চায়নার সুদের কিস্তি পরিশোধ করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন