বর্ষায় নীল রঙের পোশাক বেশি পরা হয় কেন

প্রথম আলো প্রকাশিত: ২৫ জুন ২০২৪, ১৩:০২

বর্ষার আকাশ ঝকঝকে নীল নয়; বরং নীল-ধূসরের নানা রূপের মিশেল। মেঘও কাজল কালো। তবু যুগে যুগে নীলিমার রংকেই বর্ষার মধ্যে খুঁজে পেয়েছে মানুষ। মেঘমেদুর দিনে নীল বসনে নিজেকে সাজিয়েছে। নীল রঙের অন্য তাৎপর্যও আছে।


মেঘ-বৃষ্টির দিনে মনের আকাশেও জমতে পারে ধূসর মেঘ। ফেলে আসা দিনের ভাবনায় আচ্ছন্ন হতে পারে মন। স্মৃতিকাতর মনে জেগে উঠতে পারে কষ্টের অনুভূতি। এই কষ্টের রংও নীল। আবার এই নীল রঙের মধ্যেই আছে স্বপ্নের হাতছানি। ভালো লাগার অনুভূতির সঙ্গেও জড়িয়ে আছে আকাশের নীল রং। সব মিলিয়ে বর্ষার সঙ্গে নীলটা আমাদের মনের মধ্যে গেঁথে গেছে, এমনটাই বলছিলেন ফ্যাশন ডিজাইনার শৈবাল সাহা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও