![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-04%252F4193934e-f2f7-472c-8ab1-43c6620b6d25%252Fprothomalo_bangla_2024_02_476a9014_c4b5_415c_866c_402a8f3acf4b_2771d8c5_a6a4_4ff2_bed7_841d3ef2454f.webp%3Frect%3D0%252C0%252C640%252C427%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.1)
অন্তঃসত্ত্বা নারীর ব্যথাজনিত সমস্যা
প্রথম আলো
প্রকাশিত: ২৫ জুন ২০২৪, ১৩:০১
গর্ভাবস্থায় নারীদের প্রায়ই হাড়, মাংসপেশি, অস্থিসন্ধি, স্নায়ুসংক্রান্ত জটিলতা দেখা দেয়। এ সময় ব্যথানাশক ওষুধও সেবন করা নিষেধ। তাই তাঁরা কষ্ট পেয়ে থাকেন। এ অবস্থায় রিহ্যাবিলিটেশন মেডিসিন একটি কার্যকর চিকিৎসাপদ্ধতি।
গর্ভাবস্থায় সাধারণত যেসব সমস্যা দেখা দেয়, তা হলো, প্রথম তিন মাসে পিঠ, কোমর অথবা পায়ে ব্যথা, ক্লান্তি বোধ করা। দ্বিতীয় তিন মাসে হাত ও আঙুলে ঝিঁঝিঁ ধরা, অবশ হয়ে যাওয়া, অস্থিসন্ধিতে ব্যথা, অস্বস্তি অনুভব করা। বেশির ভাগ ক্ষেত্রে প্রথম তিন মাসের সমস্যা দ্বিতীয় থেকে তৃতীয় তিন মাসেও অব্যাহত থাকতে পারে।
কেন ব্যথা বাড়ে
হরমোনজনিত, মেরুদণ্ডের বক্রতার পরিবর্তনে, শারীরিক স্থূলতা বা ওজন বেড়ে, নার্ভের ওপর অতিরিক্ত চাপ পড়ে ব্যথা বাড়ে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- ব্যথা
- গর্ভাবস্থা