ছেলের অগ্নিপরীক্ষা শেষ হচ্ছে: অ্যাসাঞ্জের মা
উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তির খবরে তাঁর মা ক্রিস্টিন অ্যাসাঞ্জ প্রতিক্রিয়া জানিয়েছেন। বলেছেন, ‘অবশেষে অগ্নিপরীক্ষা শেষ হতে যাচ্ছে।’ অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে এ কথা বলেছেন তিনি।
পাঁচ বছর ধরে অ্যাসাঞ্জ যুক্তরাজ্যের কারাগারে আটক ছিলেন। সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন। গতকাল সোমবার তিনি কারামুক্ত হন। অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করা ৫২ বছর বয়সী অ্যাসাঞ্জের বিরুদ্ধে জাতীয় প্রতিরক্ষাসংক্রান্ত তথ্য ফাঁসের ষড়যন্ত্র করার অভিযোগ এনেছিল যুক্তরাষ্ট্র। এক এক্স বার্তায় উইকিলিকস জানিয়েছে, মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে অ্যাসাঞ্জ সমঝোতা চুক্তিতে পৌঁছেছেন।
প্রশান্ত মহাসাগরীয় নর্দান মারিয়ানা আইল্যান্ডসের একটি আদালতে দায়ের হওয়া নথি অনুসারে অ্যাসাঞ্জ জাতীয় প্রতিরক্ষা-সংক্রান্ত তথ্য ফাঁসের একটি অভিযোগে দোষ স্বীকার করতে রাজি হয়েছেন। এর বিনিময়ে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।