ইনস্টাগ্রামে রিলস মুছে গেলে আবার ফিরে পাবেন যেভাবে

প্রথম আলো প্রকাশিত: ২৪ জুন ২০২৪, ২০:৪২

আকারে ছোট হওয়ায় ব্যবহারকারীদের কাছে খুবই জনপ্রিয়তা পেয়েছে ইনস্টাগ্রামের ছোট ভিডিও বা রিলস। আর তাই অনেকেই বিভিন্ন বিষয়ে নিয়মিত রিলস তৈরি করে প্রকাশ করেন। তবে মাঝেমধ্যে অপ্রয়োজনীয় ছবি বা ভিডিও মুছে ফেলার সময় পছন্দের রিলসও মুছে ফেলেন কেউ কেউ। তবে চিন্তার কিছু নেই, রিলস মুছে ফেলার ৩০ দিন পর পর্যন্ত ফিরিয়ে আনা যায় ইনস্টাগ্রামে। মুছে ফেলা রিলস উদ্ধারের পদ্ধতি দেখে নেওয়া যাক।

মুছে ফেলা রিলস উদ্ধারের জন্য প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রামের প্রোফাইল ছবিতে ট্যাপ করে হ্যামবার্গার মেনুতে ক্লিক করতে হবে। এরপর নিচে স্ক্রল করে ‘হাউ ইউ ইউজ ইনস্টাগ্রাম’ অপশনের নিচে থাকা ‘ইউর অ্যাকটিভিটি’তে ট্যাপ করে ‘রিমুভড অ্যান্ড আর্কাইভড কনটেন্ট’-এর নিচে থাকা ‘রিসেন্টলি ডিলিটেড’ নির্বাচন করতে হবে। এবার মুছে ফেলা রিলসের তালিকা থেকে নির্দিষ্ট রিলস নির্বাচনের পর ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে রিস্টোর অপশনে ক্লিক করতে হবে। একটি পপআপ দেখা যাবে। সেখানে আবার রিস্টোর অপশন নির্বাচন করলেই কিছুক্ষণ পর রিলসটি আগের জায়গায় ফিরে যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও