ভারতের বাজারে ফিরতে শুরু করেছে বিদেশি বিনিয়োগ
প্রথম আলো
প্রকাশিত: ২৪ জুন ২০২৪, ২০:২৪
অবশেষে ভারতের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ ফিরতে শুরু করেছে। মাঝে দুই মাস সাধারণ নির্বাচন নিয়ে নানা অনিশ্চয়তার জেরে ভারতের শেয়ারবাজার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল বিনিয়োগকারীরা। কেন্দ্রে সরকার গঠনের পর চলতি জুন মাসে ভারতের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো ফিরতে শুরু করেছে।
ভারতের দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, ২১ জুন পর্যন্ত ভারতের শেয়ারবাজারে ১২ হাজার ১৭০ কোটি রুপি বিনিয়োগ করেছে বিদেশি বিনিয়োগকারীরা। তৃতীয় মেয়াদে মোদি সরকারের সংস্কার ও আর্থিক প্রবৃদ্ধির গতি বহাল থাকার প্রত্যাশা থেকে বিনিয়োগকারীরা ভারতের বাজারে ফিরতে শুরু করেছে বলে বিশ্লেষকেরা মনে করছেন।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- বিনিয়োগ
- বাজারে
- ভারতে