জার্মানির ‘শিশুশ্রম’ নিয়ম ভেঙে ইয়ামালকে খেলালে শাস্তি হতে পারে স্পেনের

প্রথম আলো প্রকাশিত: ২৪ জুন ২০২৪, ১৯:৪৯

জার্মান সংবাদমাধ্যম ‘বিল্ড’ যেমন জরিমানার শঙ্কার কথা জানিয়েছে, তেমনি এটাও জানিয়েছে, ব্যাপারটা এখনো তাত্ত্বিক হুমকির পর্যায়ে আছে। খেলাধুলার অঙ্গনে এমন ঘটনায় জার্মান কর্তৃপক্ষকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। ব্যাপারটা কী নিয়ে, সেটাই খুলে বলা যাক।


ডুসেলডর্ফে ইউরোর ‘বি’ গ্রুপের ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত ১টায় আলবেনিয়ার মুখোমুখি হবে স্পেন। ম্যাচটি জার্মানির সময় অনুযায়ী শুরু হবে রাত ৯টায়। দেশটির সংবাদমাধ্যম ‘বিল্ড’ পরশু এক প্রতিবেদনে জানিয়েছে, আলবেনিয়ার বিপক্ষে ম্যাচে স্পেন তাঁদের ১৬ বছর বয়সী উইঙ্গার লামিনে ইয়ামালকে খেলালে জরিমানার সম্মুখীন হতে পারে। কেন? জার্মানির যুব প্রতিরক্ষা আইন অনুযায়ী, ১৮ বছরের নিচে যে কারও রাত ৮টার পর কাজ করা নিষেধ। জার্মানিতে এই আইন অনূর্ধ্ব-১৮ বছর বয়সী দেশি কিংবা বিদেশি যে কারও ক্ষেত্রেই প্রযোজ্য। তবে খেলাধুলার ক্ষেত্রে আইনটি একটু শিথিল করা হয়েছে। জার্মানির খেলাধুলার অঙ্গনে অনূর্ধ্ব-১৮ বছর বয়সী কেউ রাত ১১টা পর্যন্ত খেলতে পারবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও