‘ঘাতক’ শিমুল ভূঁইয়ার সঙ্গে যোগাযোগের ৩টি মুঠোফোন পুকুরে ফেলেন কাজী কামাল

প্রথম আলো প্রকাশিত: ২৪ জুন ২০২৪, ১৮:৫২

কলকাতায় সংসদ সদস্য আনোয়ারুল আজীম হত্যাকাণ্ডের দুই দিনের মাথায় দেশে ফেরেন শিমুল ভূঁইয়া। এরপর তাঁর সঙ্গে দফায় দফায় মুঠোফোনে কথা বলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ। তিনি ফরিদপুরের ভাঙ্গায় শিমুলের সঙ্গে দেখা করে তাঁর কাছ থেকে নিহত আনোয়ারুলের ছবিও নেন। পরে পরিস্থিতি খারাপের দিকে যেতে দেখে শিমুলের সঙ্গে যোগাযোগের তিনটি মুঠোফোন পুকুরে ফেলে দেন তিনি। 


ওই সব মুঠোফোন উদ্ধারে কাজী কামাল আহমেদকে আবারও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন উল্লেখ করে তাঁকে পাঁচ দিনের রিমান্ডে পেতে আদালতে আবেদন করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেই আবেদনে আনোয়ারুল আজীম হত্যাকাণ্ডে কামাল আহমেদের সম্পৃক্ততা নিয়ে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহ আজ সোমবার এ বিষয়ে শুনানি নিয়ে রিমান্ড আবেদন নাকচ করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও